পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ  এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:০৯ PM, ১৯ ডিসেম্বর ২০২২

Spread the love

স্টাফ রিপোর্টার;

গাইবান্ধার পলাশবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে সাজু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রোবাবর সন্ধায় এসআই পরিমল চন্দ্র রায়-এর নেতৃত্বে এসআই মোল্লা মো. জাহাঙ্গীর কবির, পিএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহনে তল্লাশি চালা। এসময় এফকে লাইন যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ২ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে সাজু মিয়াকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজু মিয়া নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হলদিবাড়ী (নতুন বাজার) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাজু মিয়ার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার দুপুরে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :