পলাশবাড়ীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৮ PM, ২৬ জানুয়ারী ২০২৩

Spread the love

পলাশবাড়ী প্রতিনিধি;

 গাইবান্ধার পলাশবাড়ীতে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতার শুভ-উদ্বোধন করা হয়।

এদিন বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহঃ মাহতাব হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,

বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা ও পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :