পলাশবাড়ীতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই বিতরণ
শাহারুলবইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীতে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সভাপতি। বর্তমান সরকারের সফলতা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ করা গেছে।
১লা জানুয়ারী সকাল ১০টায় উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর হাইস্কুল এন্ড কলেজে ১৪’শ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আব্দুর রব নুর, ম্যানেজিং কমিটির সভাপতি খাজা নাজিমুদ্দিন সরকার।
অপরদিকে সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র মিত্র। সেই সাথে অত্র এলাকার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান রেখা রানী কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বাপ্পী তালুকদারের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
পলাশবাড়ী পৌর শহরের সুনামধন্য শিশু কানন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিনের উপস্থিতিতে বিনা মূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলার সকল প্রাথমিক, হাইস্কুল ও মাদ্রাসায় বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে।

