পলাশবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪১ PM, ২৩ নভেম্বর ২০২২

Spread the love

আঃ খালেক মন্ডল;

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে বুধবার দুপুরে বাবু মিয়া (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বাবু ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পলাশবাড়ী থানার তদন্ত অফিসার দিবাকর অধিকারি জানান, সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে বাবু মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।

পরে দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশটি আত্মহত্যা জনিত না তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লাশ ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা সেটি জানা যাবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :