পলাশবাড়ীতে মাদক সেবন, ব্যবসা ও জুয়া খেলতে নিষেধ করায় গ্রাম পুলিশকে মারধর
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীতে মাদক সেবন, মাদক ব্যবসা ও জুয়া খেলতে নিষেধ করায় গ্রাম পুলিশ সহ তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা থানায় অভিযোগ দাখিল।
অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের খোকা চন্দ্রের পুত্র গ্রাম পুলিশ লক্ষন চন্দ্র একই ইউনিয়নের রামপুর গ্রামের আঃ রউফ মন্টুর পুত্র পাপুল, একই গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র রাশেদ মিয়া, ময়নুল মিয়ার পুত্র আপেল মিয়া, আশরাফুল ইসলামের পুত্র সীমান্ত মিয়াকে মাদক সেবন, মাদক ব্যবসা ও জুয়া খেলতে নিষেধ করায় ১৯ জানুয়ারী সন্ধ্যা অনুমান ৭টার দিকে ভগবানপুর বাজার সংলগ্ন স্থানে জনৈক সষ্টি চন্দ্রের চায়ের দোকানের সামনে অভিযুক্ত ব্যক্তিরা গ্রাম পুলিশ লক্ষন চন্দ্রকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে কিল-ঘুষি চর-থাপ্পপর শুরু করলে সে দৌড় দিয়ে বাড়ীতে চলে যায়।
অভিযুক্তরা ভিকটিমের পিছনে ধাওয়া করে তার বসতবাড়ীতে গিয়ে তার বৃদ্ধা মাতা সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়।
এ ঘটনায় তার মাতা সহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। তার বৃদ্ধা মাতা শরসতি রানী বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে গ্রাম পুলিশ লক্ষন চন্দ্র ৪ জনকে দায়ী করে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

