পলাশবাড়ীতে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ও সঙ্গ প্রকল্পের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজলো পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,
রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন, কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা মেডিকেল অফিসার নয়ন কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম প্রমূখ।
এসময় পলাশবাড়ী উপজেলার ইউপি চেয়ারম্যানগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সঞ্চালন করেন সঙ্গ প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মুক্তা রানী রায়।

