পলাশবাড়ীতে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি’র তালিকা প্রস্তুতে অনিয়মের অভিযোগ
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান কর্তৃক ভিডব্লিউবি (ভিজিডি) চক্রে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি সদস্যগণ কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর মন্ডল কর্তৃক ইউপি সদস্যদের না জানিয়ে কোন আলোচনা ছাড়াই নিজের ইচ্ছে খেয়াল-খুশি মতো ২০২৩-২০২৪ অর্থ বছরে ভিডব্লিউবি চক্রে তালিকা প্রস্তুত করে সদস্যদের নিকট থেকে বিভিন্ন রেজুলেশন বহিতে স্বাক্ষর চায়। কিন্তু ইউপি সদস্যগণ কোন মিটিং ছাড়াই রেজুলেশন বহিতে স্বাক্ষর না দিয়ে তালিকার বিষয়ে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি তাদেরকে তালিকার বিষয়ে না জানিয়ে বিভিন্ন রকম গালিগালাজসহ হুমকি প্রদর্শন করেন।
এ ব্যাপারে অত্র ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ১৮ ডিসেম্বর-২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক লিখিত অভিযোগ দাখিল করেছেন।
চেয়ারম্যান মাহাবুবুর মন্ডল জানান, আমার ইউনিয়নে ২৫৫টি ভিজিডির বরাদ্দ রয়েছে। আমি প্রতি ইউপি সদস্যদের ৮টি করে নাম দিতে চেয়েছি কিন্তু তারা নেয়নি। পরবর্তীতে উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ৫ সদস্য কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করেছি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, অভিযোগ পাওয়ার পর চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের ডেকে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সমাধান হয়নি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রকাশ থাকে যে, উক্ত ইউপি চেয়ারম্যান মাহাবুবুর মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বেও টিসিবির কার্ড নিয়ে একজন উপকারভোগীকে মারধর, অত্র ইউনিয়নে ভিজিএফের চাল কেলেঙ্কারী ও কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে চেয়ারম্যানের নিজ বাড়ীর আঙিনায় মাটি কাটার ঘটনা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে ।

