পলাশবাড়ীতে গাঁজা সহ মা-মেয়ে গ্রেপ্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০০ PM, ০৮ জানুয়ারী ২০২৩

Spread the love

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার পলাশবাড়ীতে চার কেজি গাঁজা সহ মা বুলবুলি বেগম (৪৭) ও মেয়ে মীম আক্তার (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, রোববার (৮ জানুয়ারী) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী সদরে গাড়ি তল্লাশীকালে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন গাড়ী তল্লাশী করা হয়। তল্লাশীকালে শরীরে লাল রংয়ের পলিথিনে বিশেষ কায়দায় পাটের সুতলী দ্বারা মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার সহ মা-মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মা-মেয়ে হলো- কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার গাজের কুটি গ্রামের (পূর্বগজের কুঠি বাদশা বাজার) এর শাহ আলমের বুলবুলি বেগম ও মেয়ে মীম আক্তার।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :