পলাশবাড়ীতে ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:১৫ PM, ২৪ ডিসেম্বর ২০২২

Spread the love

শাহারুল ইসলাম, পলাশবাড়ী;

পলাশবাড়ীতে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৪ ডিসেম্বর বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে দৈনিক ইত্তেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আজ-অব্দি দেশ ও জাতির কল্যাণে কাজ করছে যা প্রতিয়মান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি সাইদুর রহমান, প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম বিএসসি,

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক সাংবাদিক শাহারুল ইসলাম প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কেক কর্তন করে পত্রিকার উত্তরাত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন :