পরীমনির জন্য ন্যায়বিচার চেয়ে সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৩ PM, ২১ অগাস্ট ২০২১

Spread the love

নিজস্ব প্রতিবেদক;

মাদকের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির জন্য ন্যায়বিচার চেয়ে সমাবেশ করেছেন দেশের চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা, অভিনয়শিল্পীসহ কলাকুশলীরা।

শনিবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘পরীমনির জন্য ন্যায়বিচার চাই’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘পরীমনিকে গ্রেপ্তার এবং একাধিকবার রিমান্ডে নেয়ার ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রে প্রশাসন যন্ত্রের ভয়াবহ চিত্র উন্মোচিত হচ্ছে। রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে সাধারণ নাগরিকদের হয়রানি করার নজির তৈরি হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকার বনানীর বাসায় র‌্যাব অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তারের পর তাকে তিন দফায় রিমান্ড শেষে শনিবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

সমাবেশে নাট্যশিল্পী আজাদ আবুল কালাম বলেন, ‘পরীমনির গ্রেপ্তার এবং তাকে একের পর এক রিমান্ডের নেয়ার মধ্য দিয়ে প্রশাসনের যে চরিত্র আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, সেটি ভবিষ্যতের জন্য ভয়াবহ হবে। প্রশাসনের অন্তরালে কারা আছেন, আমি জানি না। আমি নিশ্চিত ভীষণ শক্তিশালী একটি পক্ষ আছে যারা এগুলো করাচ্ছে। এটা ভীষণভাবে অমানবিক একটি প্রক্রিয়া।

চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘আইনের রক্ষক যারা তারাই তো আইন ভেঙেছেন। আমরা আইনের শাসন চাই। সাংবিধানিক অধিকারের সুরক্ষা চাই। পরীমনির গ্রেপ্তার প্রক্রিয়া থেকে শুরুর করে তিনবার রিমান্ডে নেয়া, একই সঙ্গে মিডিয়া ট্রায়ালে জন্য উসকে দেওয়া-এটাই তো বেআইনি কাজ। পরীমনির জন্য আমরা ন্যায়বিচার চাই।

নাট্যজন ঝুনা চৌধুরী বলেন, ‘পরীমনিকে গ্রেপ্তার করার জন্য দেশের একটি এলিট ফোর্সকে বিশালভাবে তার বাড়িতে যেতে হয়েছিল। তাকে বললেই সে থানায় কিংবা ডিবি অফিসে যেতে পারতেন।

চয়নিকা চৌধুরীও তার বক্তব্যে বলেছেন, তাকে বললেই তিনি যেতেন। কিন্তু যেভাবে পরীমণিকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ক্ষমতার অপপ্রয়োগ। আমরা এর বিরুদ্ধে সোচ্চার থাকবো। যে কোনো শিল্পীর প্রতি অবিচার ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দু-এক দিনের মধ্যেই যদি পরিস্কার ধারণা না পাই তাহলে আমরা রাজপথে থেকেই সংগ্রামের মাধ্যমে এর একটা সুরাহা করব।

সমাবেশে শিল্পী-নির্মাতাদের মধ্যে মোহাম্মদ বারী, নোমান রবিন, গাজী মাহবুব, শহিদ উন নবী, অপরাজিতা সঙ্গীতাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘পরীমনিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পরীমনির সাথে যে আচরণ করা হচ্ছে, সেটা জনমনে আতঙ্ক তৈরি করেছে। পরীমনির জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

আপনার মতামত লিখুন :