পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪১ AM, ১৩ অগাস্ট ২০২১

Spread the love

নিজস্ব প্রতিবেদক;

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার বেলা তিনটায় এ মামলার শুনানিতে আদালত এ আদেশ দেন।’

আদালতের আদেশে মামলার পাঁচ আসামির মধ্যে পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ মামলার অপর আসামি প্রযোজক নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ ও সবুজ আলীর বিষয়ে শুনানি চলছে আদালতে।’

এর আগে শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে পরীমণি, আশরাফুল ইসলাম দীপুসহ পাঁচজনকে নিয়ে মাইক্রোবাসে করে সিআইডি কার্যালয় থেকে রওনা দেন তদন্ত সংশ্লিষ্টরা। ১১টা ৪০ মিনিটে মাইক্রোবাসটি আদালত চত্বরে পৌঁছে। সেখানে আদালতের হাজতখানায় রাখা হয় তাদের।’

আপনার মতামত লিখুন :