পরীমণির চুমু, চঞ্চলের সংলাপ, ব্রাজিল সমর্থক মিমও এগিয়ে এলেন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২২ PM, ২৭ নভেম্বর ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

বিপুল এক অনিশ্চয়তার মধ্য দিয়ে  আহত-রক্তাক্ত সমর্থকদের হৃদয়কে জাগিয়ে তুললেন মেসিরা। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হারের ‘অঘটন’ দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। কিন্তু বিশ্বজুড়ে ভক্তদের মনে দৃঢ় বিশ্বাস ছিলো, দ্বিতীয় ম্যাচেই চেনা ফর্মে ফিরে আসবে মেসি-বাহিনি। বিশ্বাস ভঙ্গ করেননি তারা। ফিরেছেন।  মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে প্রত্যাশিত বিজয় ছিনিয়ে নিয়েছে আকাশি-সাদা জার্সির দল।

গতকাল মেসিদের জয়ের পর উৎসবে মেতেছেন ঢাকাই শোবিজের তারকারাও। চিত্রনায়িকা পরীমণি জানান আর্জেন্টিনা জয়ের পর তার ঘুমও উড়ে গেছে। আনন্দে রাতে আর ঘুম হয়নি তার।

ভোর ৫টার দিকে ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসি।’

এর আগে খেলা শেষে যখন কথা বলছিলেন মেসি, তখন টিভির সামনে গিয়ে তাকে ভালোবাসার চুম্বন পাঠিয়েছেন পরী। সেই মুহূর্তটি ভিডিও করে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

এদিকে টিভি-সিনেমা মাতানো তারকা চঞ্চল চৌধুরীও আনন্দ উদযাপনে তিনি বেছে নিলেন নিজের সুপারহিট দুই ছবি ‘আয়নাবাজি’ ও ‘হাওয়া’র জনপ্রিয় দুই সংলাপ। ফের্নান্দেজের গোলের পর সোশ্যাল হ্যান্ডেলে চঞ্চল লিখলেন, ‘কি? ভয় পাচ্ছিস?’ জয়ের পর মেসিকে নিয়ে তৈরি একটি ভিডিওতে চঞ্চল জুড়ে দেন ‘আয়নাবাজি’র বিখ্যাত সেই সংলাপ- বোঝনাই ব্যাপারটা?’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ভালোবাসেন মেসির আর্জেন্টিনাকে। তাই মেক্সিকোর বিরুদ্ধে গোলের পর মেসির ছবি শেয়ার করে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস।

আর্জেন্টিনার সরব সমর্থক নায়ক নিরব। শনিবার (২৬ নভেম্বর) মধ্যরাত থেকে আনন্দ উদযাপনে একাধিক পোস্ট করেছেন তিনি। সবশেষ পোস্টে বললেন, ‘আর্জেন্টিনা হলো ভালোবাসা।’

সংগীত তারকা ইমরান মাহমুদুল আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখেছেন। বিজয়ের পর উদযাপনের চিহ্ন দেখিয়ে শেয়ার করেছেন অনুভূতি।

চিত্রনায়ক সিয়াম আহমেদ মূলত স্পেনের সমর্থক। তবে তিনি ভালো খেলা ও খেলোয়াড়ের পক্ষেও উল্লাস করতে ভোলেন না। মেক্সিকোর জালে গোলের পর মেসির উল্লাসের একটি মুহূর্ত শেয়ার করেছেন ‘শান’ তারকা।

‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি তো আনন্দে গানও বানিয়ে ফেলেছেন। খেলা দেখতে দেখতে গেয়েছেন, ‘আর্জেন্টিনা গোল দিছে গোল দিছে রে, মেসি ভাই লম্বা লাথির গোল দিছে রে’। ক্যাপশনে বলেছেন “গোলের সঙ্গে সঙ্গে চলে এলো বহুল প্রতীক্ষিত ‘আর্জেন্টিনাগীতি’।”

এছাড়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, মৌসুমী হামিদ, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব (মূলত ব্রাজিল সমর্থক), চিত্রনায়িকা নূতন-সহ আরও অনেকেই আর্জেন্টিনার জয়ে আনন্দ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :