পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কালীগঞ্জে কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৪ PM, ১৭ নভেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।

গত ১৫ নভেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে ওই সব কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ এ কর্মসূচি পালন করে যাচ্ছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সরেজমিনে উপজেলা চত্বরে গিয়ে দেখা যায়, কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ব্যানার ও পোষ্টার নিয়ে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের লক্ষ্যে তারা অফিস চত্বরে অবস্থান করছেন। কর্মচারীদের মধ্যে সোহেল রানা, মিঠুন দত্ত, সুমন চন্দ্র দাস, মাহাবুব, রোকন ও শরীফ হোসেন ঘোষিত কর্মসূচি পালন করছেন।

জানা যায়, কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি এ কর্মসূচি আগামী ১৯ নভেম্বর পর্যন্ত পালন করা হবে। তারপরেও যদি তাদের দাবি পূরণ না হয় তবে আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত একই কর্মসূচি তারা পালন করবেন। এর পর সরকার দাবি মেনে না নিলে ২৯ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করবেন বলে কর্মরত কর্মচারীগণ জানান।

কর্মসূচি পালনকারী কিছু কর্মচারী জানান, কার্যালয়ে কর্মরত কর্মচারীগণ প্রতিদিন সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে বিকেল ৫ টা পর্যন্ত ব্যানার ও পোষ্টার নিয়ে তারা অফিস চত্বরে অবস্থান করে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করে যাবেন। জেলা প্রশাসকের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে কর্মরত ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীগণ পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ২০০১ সাল থেকে আন্দোলন করে আসছেন। বিভিন্ন সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব বরাবরে কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ সুপারিশসহ পত্র প্রেরণ করেছেন। মাঠ প্রশাসনে কর্মরত ১১-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের পদবি পরিবর্তন অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি দীর্ঘদিন বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি রাজশাহী জেলা শাখা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রণীত দাবি আদায়ের নিমিত্তে কর্মসূচি ঘোষণা করেন। তারই পরিপেক্ষিতে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু করে তিন ধাপে কর্মরত কর্মচারীগণ পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আরও জানা যায়, বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীরা পদোন্নতির সুযোগ পেয়ে ক্যাডার বহির্ভূত ১ম শ্রেণির পদে পদোন্নতি পেয়ে থাকেন। সচিবালয় ও মাঠ প্রশাসনে অর্থাৎ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মচারীরা সমযোগ্যতা নিয়ে চাকুরিতে যোগদান করেন। কিন্তু মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ন্যায় পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত। বেশিরভাগ কর্মচারী চাকুরির শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে চাকুরি করে অবসরে চলে যান। একই পদে দীর্ঘদিন চাকুরি করার ফলে তারা ক্ষেত্রবিশেষ হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
জেলা প্রশাসকের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। তারপরেও তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

আপনার মতামত লিখুন :