নড়াইলের শিক্ষককে মিথ্যা অপবাদে লাঞ্ছনাকারীদের বিচারের দাবীতে গাইবান্ধায় সমাবেশ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৪৪ PM, ২৭ জুন ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

নড়াইলের মির্জাপুর কলেজের একজন ছাত্রের বিরুদ্ধে কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করে কলেজের অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে থানায় নেওয়ার ঘটনার প্রতিবাদে নাগরিক মঞ্চ ও সামাজিক সংগ্রাম পরিষদ, গাইবান্ধার আয়োজনে গতকাল (২৭ জুন) সোমবার দুপুর ১২টায় গানাসাস মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক ও গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবরি তনু, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা, প্রাক্তন শিক্ষক রনজিৎ সরকার, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী নেতা) মৃনাল কান্তি বর্মন, শিক্ষক ও মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী ও দলিত নেতা খিলন রবিদাস প্রমুখ।

বক্তরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা ও তাকে অধ্যক্ষের পদ থেকে অপসারণ, একই সময়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষকদের মারপিট করার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। এসব ঘটনা মানবাধিকার ও বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সমগ্র ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাম্প্রদায়িক উস্কানী সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং উক্ত অধ্যক্ষকে স্ব-পদে বহাল করার আহ্বান জানান। যে কোন সাম্প্রদায়িক উষ্কানির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :