নৌকাকে বিজয় করতে ছাত্রলীগ বড় ভূমিকা রাখবে; মেহের আফরোজ চুমকি এমপি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৯ PM, ০৪ জানুয়ারী ২০২১

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নৌকাকে বিজয় করতে ছাত্রলীগ বড় ভূমিকা রাখবে। আমি আদেশ ও নির্দেশ দিচ্ছি পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয় করতে ছাত্রলীগ সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে। যারা ছাত্রলীগ করছে তারা সুভাগ্যবান। আওয়ামী লীগের আগে ছাত্রলীগ প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শিক্ষা-শান্তি ও প্রগতির ধারক ও বাহক হয়ে ছাত্রলীগ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকল চাওয়ার মুলশক্তি হয়ে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। রোদ-বৃষ্টি ও ঝড় ছাত্রলীগকে কাবু করতে পারবে না। গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ছাত্রলীগের সভাপতি। পরে নাগরী উলুখোলার নৃত্যাঞ্জলী একাডেমির নৃত্যশিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।

আলোচনা সভার পর উৎসব মুখর পরিবেশে বিশাল কেক কেটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করেন মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

পরে ঘোড়ার গাড়িতে চড়ে মেহের আফরোজ চুমকি এমপি উপজেলা, পৌর, কলেজ শাখার ছাত্রলীগ এবং সকল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামী লীগে সদস্য তাসলিমা রহমান লাভলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, সাধারণ সম্পাদক সাদমান সাকিব আলভী, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম.আই লিকন ও সাধারণ সম্পাদক মো. ওয়াসিম মোল্লাসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :