প্রশাসন নির্বিকার; গোবিন্দগঞ্জে নদী থেকে বালু তোলা বন্ধ হয়নি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে বালু তোলা বন্ধ হচ্ছে না কেন। এমন প্রশ্ন সচেতন মহলের। এর উত্তর খুজতে অনুসন্ধানে নামে এ প্রতিবেদক।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের কাছে প্রশ্ন করা হয়, কেন বালু তোলা বন্ধ হচ্ছে না? এর উত্তরে তিনি জানালেন, উন্নয়ন করতে গেলে তো বালুর প্রয়োজন। তাই সেদিকটাও তো দেখতে হবে। তিনি আরও বলেন, আমি নিজেও প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ক্রয় করে কাজ করছি। বালু তোলা বন্ধ হলে উন্নয়ন হবে কি করে। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে, ওইসব বালু স্পটগুলো থেকে মোটা অংকের একটি অংশ এ দপ্তরে আসে।
অপর দিকে, বেরিয়ে এলো বালু তোলা বন্ধে অভিযানের খবর কে পৌঁছে দেয় বালু ব্যবসায়ীদের কাছে। কথা হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনের গাড়ি চালক সবুরের সঙ্গে। তথ্য আছে সবুর একা নন সাথে রয়েছে ওই অফিসের অফিস সহকারী মোক্তাদির। এ বিষয়ে কথা হয় সবুরের সঙ্গে তিনি বললেন, মাঝে মধ্যে বালু ব্যবসায়ীরা আমার কাছ থেকে তথ্য চায়। কিন্তু আমি তাদের তথ্য দেইনা। অপর দিকে মোক্তাদির বলেন, আমি নতুন এসেছি। এ ব্যাপারে আমি কিছু জানিনা।
জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন বলেন, আমি সবুরকে বলে দিয়েছি, যদি বালু ব্যবসায়ীরা ফোন দিয়ে কিছু জানতে চায় তাহলে তাদের নম্বর ব্লক করে দিতে।
সচেতন মহলের অভিযোগ, কোনো এলাকার ক্ষতি বা কিছু ধ্বংস করে উন্নয়ন নয়। এর জন্য বিকল্প অনেক পথ খোলা আছে। সেই পথে এগিয়ে যেতে হবে। বিভিন্ন এলাকায় নদী খনন সহ বিভিন্ন পথ আছে। যা দিয়েও উন্নয়ন করা যাবে, সরকারের রাজস্ব আসবে।
যে সরিষা দিয়ে ভূত তারিয়ে দিবেন তার মধ্যেই ভূত। তবে অদূর ভবিষ্যতে এ উপজেলা হুমকির মুখে পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

