নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
মানুষের সেবা করতে পারলে যিনি আত্মতৃপ্তি পান। জনসেবার প্রধান মাধ্যম রাজনীতি। তাই তো জনগণকে সেবার করার প্রত্যয় নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন। দীর্ঘ ২৪ বছর রাজনীতির মাঠে থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে যাচ্ছেন। জনগণের দুঃখ-দুর্দশায় সব সময় তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। জনগণ যাকে মানবতার নেত্রী উপাধি দিয়েছেন তিনি হলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।
দলীয় নেতৃবৃন্দদের মাধ্যমে জানা যায়, তীব্র শীতে এলাকার অসহায় গরিব ও দুস্থ মানুষদের শীত নিবারণের জন্য মেহের আফরোজ চুমকি এমপি শীতার্ত মানুষদের কাছে ছুটে গিয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন। শুক্রবার রাতে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথে-ঘাটে, বাজার ও ব্যবসা-প্রতিষ্ঠানের আশেপাশে যেই সব অসহায় ও গরিব মানুষ তীব্র শীতে ভুগছেন গাড়ি থামিয়ে শীত নিবারণের কম্বল তাদের হাতে তুলে দিয়েছেন।
তিনি রাতে বাহাদুরসাদী, জামালপুর, তুমলিয়া ও নাগরী ইউনিয়ন ঘুরে অসহায় শীতার্ত নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করে করছেন।
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, শীতার্ত মানুষের সম্মানিত হক কম্বল তাদের হাতে তুলে দিচ্ছি। এলাকার মানুষের দুঃখ-কষ্টে তাদের পাশে থাকা আমার দায়িত্ব ও কর্তব্য। যত দিন বেঁচে থাকবো জনগণকে সেবা করে যাবো ইনশাআল্লাহ।

