নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় আহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দু’জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পণ্ডিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নীলফামারী সৈয়দপুরের সোস্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তা রুস্তম আলী ও গোবিন্দগঞ্জ উপজেলার মহাব্বতপুর তুলসীপাড়া গ্রামের গোলাম মোস্তফা লেবু। তারা দুজনই প্রাইভেটকারের যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের ধারে থাকা একটি গাছে চলন্ত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ওই দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

