নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল সফল করতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১০ PM, ২৪ অগাস্ট ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতবাদে সারা দেশে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল সফল করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি।

বুধবার দুপুরে কমিউস্টি পার্টি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রোডস্থ পথসভা করা হয়।

কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সভাপতি অশোক আগরওয়ালার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কমিটির উপজেলা শাখার সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, কৃষক নেতা রেজাউল করিম রঞ্জু মিয়া, ক্ষেত মজুর নেতা ওয়াহেদুন্নবী মিলন ও যুব নেতা রাজু আহমেদ প্রমুখ।

বক্তারা জ্বালানী তেল, ইউরিয়া সার, কীটনাশক, গ্যাস, বিদ্যুৎ, পরিবহন সহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। অনতিবিলম্বে নিত্যপণ্যের দাম না কমালে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির হুসিয়ারী উচ্চারণ করেন। পাশাপাশি ২৫ আগষ্ট অর্ধদিবস হরতাল পালনে সকলের প্রতি আহবান জানান।

আপনার মতামত লিখুন :