না ফেরার দেশে গোবিন্দগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১০ AM, ১৬ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩২) বছর।

শনিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামের মোতাহার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সরোয়ার আলম।

জানা গেছে, কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক ঈদের ছুটি পেয়ে পরিবার নিয়ে তার গ্রামের বাড়ী শাহজাহানপুর উপজেলার মাঝিড়া গ্রামে যান। হঠাৎ করে শনিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মোরতবা আলী মানিক ৩৬ তম বিসিএস ক্যাডের উত্তীর্ণ হয়ে সরকারের কৃষি দপ্তরে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

আজ বিকেল ৪টায় গ্রামের বাড়ীতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক ভাবে জানা গেছে।

আপনার মতামত লিখুন :