নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা; মেহের আফরোজ চুমকি এমপি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৫ AM, ১১ জানুয়ারী ২০২১

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের কষ্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উপলদ্ধি করতে পারেন। তাই তো দরিদ্র গর্ভবতী মা এবং তাদের শিশুদের জন্য স্বাস্থ্য, পুষ্টির উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। গর্ভধারণ কাল থেকে ৩ বছর পর্যন্ত মায়েদের মাসিক ৮ শত টাকা করে দিয়ে আর্থসামাজিক ও সচেতনতামূলক সেবা প্রদান করে যাচ্ছেন বর্তমান সরকার। নারীদের আত্মসম্মান নিয়ে পৃথিবীতে বাঁচতে হবে। আর নারীদের আত্মনির্ভরশীল করতে শেখ হাসিনার সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তুলছেন। বাল্যবিবাহ ও যৌতুকের জন্য নির্যাতনরোধে শুধুমাত্র ২০-৩৫ বছর বয়সী দরিদ্র কর্মজীবী গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় গর্ভধারণ কালে এ ভাতা প্রদান করা হয়ে থাকে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ উপজেলার কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের জন্য হেলথ ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হেলথ ক্যাম্প অনুষ্ঠানে পৌরসভার ২৫০ জন কর্মজীবী গর্ভবতী মাদের মাঝে ভাতা প্রদান করা হয়। কর্মজীবী মা ও তাদের শিশু সন্তানের স্বাস্থ্য পরিচর্যার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা একটি লাইফবয় সাবান, চারটি ওরস্যালাইন সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল, মেয়র প্রার্থী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরণ, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার প্রমুখ।

আপনার মতামত লিখুন :