নাটোরে পিকআপ খাদে পড়ে পাঁচজন নিহত
নাটোর প্রতিনিধি;
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পিকআপ খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।
গুরুদাসপুরের ইউএনও তমাল হোসেন জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশে পিকআপটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় কাছিকাটা এলাকায় পিকআপটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজন নিহত হন।
তিনি আরও জানান, আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

