নদীতে গোসল করতে গিয়ে দুইবোন সহ নিহত ৩
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার চিনিরপটল নামকস্থানের খেয়াঘাট সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদরের বাবুপাড়া মহল্লার সাইদুর রহমানের কলেজ পড়ুয়া মেয়ে বিথি ও রিুতু এবং একই এলাকার রানা মিয়ার মেয়ে ফাতিমা খাতুন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা সাঘাটা উপজেলার কচুয়াহাট সংলগ্ন এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে যান। নদীতে গোসল করার সময় এক বোন পা পিছলে গর্তে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে আরেক বোন সহ তিনজন পানিতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেলে তিন কলেজ ছাত্রীকে উদ্ধারে করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

