নওগাঁয় তিন খুনের দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড
নওগাঁ প্রতিনিধি;
নওগাঁর বদলগাছী উপজেলায় তিনজন খুনের মামলায় নয় আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাহমুদুল ইসলাম সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
২০১৪ সালের ৬ জুন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদকে হত্যা করেন আসামিরা।
এ ঘটনার পরদিন বদলগাছী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

