ধামইরহাটে বজ্রপাতে এক মেয়েসহ তিনজনের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪৮ PM, ১৯ জুলাই ২০২১

Spread the love

নওগাঁ প্রতিনিধি;

নওগাঁর ধামইরহাটে বৃষ্টির সময়ে পৃথকস্থানে বজ্রপাতে এক মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে ভারী বৃষ্টিপাতের সময়ে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতব্যক্তিরা হলেন, ধামইরহাট উপজেলার চকউমর গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ, জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে মোসা. বৃষ্টি আক্তার ও আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ।

স্থানীয়রা জানান, দুপুরে ধামইরহাট ইউনিয়নের জগদল এলাকার বৃষ্টি নামের মেয়েটি গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই ইউনিয়নের আলতাদিঘী এলাকার রাসেল মাহমুদ ও চকউমর এলাকার আব্দুর রশিদ বৃষ্টির সময়ে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময়ে বজ্রপাতে মারা যান।

আপনার মতামত লিখুন :