ধর্ম নিয়ে কটূক্তি করায় মাদ্রাসাছাত্রী আটক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৩৯ PM, ০২ নভেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

বগুড়ার শেরপুরে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় সুমনা আক্তার পুতুল (১৯) নামের এক মাদ্রাসাছাত্রীকে আটক করেছে পুলিশ। সুমনা আক্তার পুতুল শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বগুড়ার শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রোববার (১ নভেম্বর) রাতে কালিয়াকৈর থানায় আটক পুতুল নামের এক মাদ্রাসার ছাত্রীকে আনতে উপপরিদর্শক (এসআই) সিয়ামকে পাঠানো হয়েছে। থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে পুতুল রানী নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ফেসবুকে এমন কুরুচিপূর্ণ পোষ্ট দেখে পুতুলের শাস্তির দাবিতে শেরপুর উপজেলার বাগড়া চকপোতা এলাকায় রাস্তায় বিক্ষোভ ও পুতুলের বাবার বাড়ি ঘেরাও করে শত শত মুসলিম জনতা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেরপুর থানা পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন বলেন, রোববার রাতে পুতুল নামে এক মাদ্রসার ছাত্রীকে আটকের পর সোমবার সকালের দিকে শেরপুর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওই মাদ্রসাছাত্রীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হবে।

আপনার মতামত লিখুন :