দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পদযাত্রা
ডিবিসি প্রতিবেদক;
তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১০ দফা দাবি আদায় ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুরে পদযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার দুপুরে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সরকারের ইন্ধনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সকাল-দুপুর-বিকেলে বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ গণতন্ত্র কবর দিয়ে ভোট চুরি করে ক্ষমতায় আছে। বিএনপিকে তারা সভা-সমাবেশ করতে দেয় না। কেন তাদের এত ভয়? পায়ের তলায় মাটি নেই তাই তাদের ক্ষমতা হারানোর আতঙ্ক দেখা দিয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে ধৈর্য্যের সাথে মোকাবেলা করেছে বিএনপি। এই দল সন্ত্রাসে বিশ্বাস করে না। মার খেতে জানে। ঢাকায় সমাবেশ করতে গিয়ে বিএনপির ওপর নির্মম-নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। তারপরও আমরা কোনো উস্কানিতে পা দেইনি। এ সরকারকে জনগণ আর দেখতে চায় না। সেজন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়বে।’
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। এর আগে নগরীর মাহিগঞ্জ সাতমাথা থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়। দুই কিলোমিটারের পদযাত্রাটি নগরীর শাপলা চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

