দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় জাসদের বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি;
ভোজ্য তেল, গ্যাস, জ্বালানি, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদের গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে সোমবার (১৪ মার্চ) সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এরআগে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বাজার সিন্ডিকেট ভাঙার দাবিতে দলের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাসদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি গোলাম মারুফ মনা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ্ শরিফুল ইসলাম বাবলু, ডা. একরাম হোসেন, জেলা জাসদের সাধারণ স¤পাদক জিয়াউল হক জনি, সহ-সভাপতি সেলেকুজ্জামান রুবেল, শহর জাসদের সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ রুবেল, শ্রমিক জোটের সাধারণ স¤পাদক নুর মোহাম্মদ বাবু, নারী জোট নেত্রী দিলরুবা আলিয়া সুলতানা লিমা, জাসদ নেতা ইকবাল কবির অপু, শহর জাসদের যুগ্ম সাধারণ স¤পাদক মাহফুজার রহমান লিটন, যুবজোট জেলা সভাপতি সুজন প্রসাদ, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রোকন উদ্দৌলা রোকন, সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা প্রমূখ।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ‘বাজার সিন্ডিকেটের’ কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন হয়েছে। তাদের দাপট দেখে মনে হয় সরকার ও প্রশাসন সিন্ডিকেটের কাছে অসহায়। সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণ করার পাশাপাশি টিসিবির উদ্যোগে নিত্যপণ্যের বিক্রি বাড়াতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

