দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদকের মৃত্যু; রামপাল প্রেসক্লাবের শোক
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
যশোর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক-সম্পাদক নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আসলাম হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১০ ই জানুয়ারী রোববার ভোর সাড়ে ৪টার সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বলিষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেনের মৃত্যুতে সাংবাদিক মহল গভীর ভাবে শোকাহত।
তার এই অকাল মৃত্যুতে প্রেসক্লাব রামপাল- এর পক্ষ থেকে শোক বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাবের সভাপতি এম এ সবুররানা, সাধারণ সম্পাদক এ এইচ নান্টু, মোতাহার মল্লিক, সুজন মজুমদার, কবির আকবর পিন্টু, তৌকির আহম্মেদ, মেহেদি হাসান, সরদার মহিদুল ইসলাম, আবু নাঈম গাজী, মোঃ তোরিকুল ইসলাম প্রমুখ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ফুসফুস জনিত রোগে দীর্ঘদিন ঢাকার ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

