দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পাননি সাধারণ জনগণ- সমাবেশে লাকী আক্তার

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ PM, ২২ অক্টোবর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

জ্বালানী তেল, সার সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যাগে শনিবার দুপুর ৩টায় গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চ সংগঠক কমরেড লাকী আক্তার।

কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সাঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক যোগেশ্বর বর্মণ, পলাশবাড়ী শাখা কমিটির সাধারণ সম্পাদক আদিল নান্নু ও গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি বার্নাবাস টুডু প্রমুখ।

বক্তারা বলেন, দেশ স্বাধীন হলেও ৫০ বছরেও স্বাধীনতা পাননি সাধারণ জনগণ। যখন যে সরকার ক্ষমতায় এসেছে। তখন তাদের লোকজনই লুটপাট করে কোটিপতি বনে গেছে। আজ এমপি-মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন যে, সাধারণ মানুষ চাইলে তিনবেলা মাছ-মাংস খেতে পারে। কেমন স্বাধীনতা দিয়েছেন আপনারা। যে মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনা। সাধারণ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাতের আধারে এমপি-মন্ত্রী হয়েছেন।

এমপি-মন্ত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ওই অট্টালিকা থেকে আপনারা নিজেদের অবস্থান ভেবে এই কথা গুলো বলছেন। সাধারণ মানুষের কাছে এসে দেখুন, তারা কেমন আছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তারা বরং তিন বেলার স্থলে তারা এখন দু’বেলা খেয়ে আছেন। মাছ-মাংস তো দুরের কথা। সামান্য ডিম কিনতেই তারা হিমসিম খাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াসহ জনগণের কথা ভেবে অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর আহবান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :