দেশে ফিরেছেন হাজী সেলিম

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫২ PM, ০৫ মে ২০২২

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

দেশে ফিরেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। তিনি দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এ দণ্ড মাথায় নিয়েই শনিবার তিনি বিদেশে যান।

বৃহস্পতিবার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

এর আগে সংবাদমাধ্যমকে আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, অফিসিয়ালি রায়টা আজকে কমিউনিকেট হয়েছে। এটা এখন বিচারিক আদালতে যাবে। আমাদের ৩০দিন টাইম দেওয়া হয়েছে। এ ৩০ দিনের মধ্যে কিছু সরকারি ছুটি আছে, সেগুলো ক্যালকুলেট করে আমরা বিচারিক আদালতে সারেন্ডার (আত্মসমর্পণ) পিটিশন দেব। ৩০ দিনের মধ্যে এটা আমরা দেব। আমি আমার ক্লায়েন্ট (মক্কেল) সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সাথে কথা বলেছি। তিনি সব কিছু দেখে ঈদের পরই সারেন্ডার করবেন।

তিনি বলেন, ১০ বছরের কনভিকশন বহাল থাকায় সারেন্ডারের পর তাকে (হাজী সেলিমকে) কারাগারে যেতে হবে। এরপর সার্টিফাইয়েড অনুলিপি ও ওকালতনামা নিয়ে আপিল বিভাগে নিয়মিত আপিল করব। সেই সাথে জামিনের দরখাস্ত করব।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহালের রায় হাইকোর্ট থেকে নিম্ন আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :