সাঁওতাল হত্যা মামলা, নারাজির আদেশ ৭ ডিসেম্বর

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৮ PM, ১২ সেপ্টেম্বর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বহুল আলোচিত তিন সাঁওতাল হত্যা মামলার অভিযোগপত্র প্রত্যাখ্যান করে বাদীপক্ষের দেওয়া নারাজির ওপর শুনানি শেষ হয়েছে।

রোববার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত দীর্ঘ শুনানি শেষে আদেশের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেন।

নারাজি শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী রফিক আহম্মেদ সিরাজী, গাইবান্ধা জেলা জজ কোর্টের আইনজীবী মুরাদ জামান রব্বানী ও স্থানীয় আদালতের আইনজীবী ফয়জুল আলম রণন।

আইনজীবী রফিক আহম্মেদ সিরাজী বলেন, এর আগে মামলার অভিযোগপত্রের নারাজির ওপর শুনানি করা হয়েছিল। আমরা আদালতে মামলাটির বিচারিক তদন্ত চেয়েছিলাম। শুনানি শেষে আদালত হত্যা মামলার বিচারিক তদন্তের রেফারেন্স চেয়েছিলেন। আমরা তা উপস্থাপন করেছি। আদালত আমাদের কথা শুনেছেন এবং আগামী ৭ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন।

২০১৬ সালের ১৭ নভেম্বর এক রিটের পরিপ্রেক্ষিতে সাঁওতাল হত্যা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ২০১৯ সালের ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ওই বছরের ৪ সেপ্টেম্বর নারাজি দেন মামলার বাদী। নারাজির ওপর শুনানি শেষে ২৩ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে ফের তদন্তের নির্দেশ দেন আদালত। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে সিআইডি। সেখানেও মূল অভিযুক্তদের বাদ দেওয়া হয়। এরপর আবারও সিআইডির অভিযোগপত্র প্রত্যাখ্যান করে গত ৪ জানুয়ারি নারাজি দেন বাদী।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশকে সঙ্গে নিয়ে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমিতে আখ কাটতে যান চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। নিজেদের বাপ-দাদার জমি দাবি করে বাধা দেন সাঁওতালরা। এতে পুলিশ, চিনিকল শ্রমিক ও সাঁওতালদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের গুলিতে শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডি নামে তিন সাঁওতাল মারা যান। আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ জন। পরে পুলিশের সহায়তায় সাঁওতালপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাট চালান চিনিকল শ্রমিকরা।

এদিকে সাঁওতাল হত্যার বিচার, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জমি ফেরতসহ সাত দফা দাবিতে রোববার আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাঁওতালরা।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, রাফায়েল হাসদা, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু, রুমিলা কিসকু, সুচিত্রা মুরমু তৃষ্ণা প্রমুখ।

এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :