তিনজনের ২দিনের রিমান্ড; শ্রমিক রাজু হত্যা, গ্রেপ্তার আরও ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চায়না কোম্পানির শ্রমিক রাজু সরকার হত্যায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম সমসপাড়া গ্রামের সামছুল আলমের ছেলে শিবলু গাছ (২৯) ও একই গ্রামের দিলীপ মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৭)।
এরআগে উক্ত ঘটনায় এরশাদ, শাহ আলম ও মোজাফ্ফর রহমানসহ তিজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ড চাইলে আদালত শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার (৯ জানুয়ারী) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া এলাকায় নয়া ব্রিজের নিচ থেকে রাজু সরকার নামে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজু ওই ইউনিয়নের পূর্ব সমসপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রাজু কোম্পানির কাজ শেষে স্থানীয় বালুয়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ী ফেরার পথে কে বা কারা রাজুর মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহত রাজুর বাবা মোজাম্মেল হক বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামী করে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, র্যাব, পুলিশ ও পিবিআইয়ের যৌথ অভিযানে হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

