ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩১ PM, ২৮ জুন ২০২৫

Spread the love

স্টাফ রিপোর্টার;

রাখাইনে করিডোরের নামে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত বন্ধের দাবিতে দুদিনব্যাপী ঢাকা-চট্রগ্রাম রোড মার্চের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১১টায় কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শহরের ১নং রেল গেইট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটস্থ পদক্ষেপ থিয়েটার মিলনায়তনে এসে পার্টির সাধারণ সভায় মিলিত হয়। কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা সভাপতি এ্যাড শাহাদাত হোসেন লাকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক, রাকসু’র সাবেক ভিপি কমরেড রাগীব আহসান মুন্না, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর আমার দেশের প্রাণ। এই বন্দর বিদেশিদের দেয়ার চক্রান্ত করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাখাইনে করিডোর দেয়ার মাধ্যমে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করছে যা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়।

দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বামপন্থী দেশপ্রেমিক শক্তির উদ্যোগে ২৭-২৮ জুন দুদিনব্যাপী ঢাকা-চট্রগ্রাম রোড মার্চে করছে। সমাবেশ থেকে রোড মার্চের প্রতি সংহতি জানানো হয়।

আপনার মতামত লিখুন :