ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সাংবাদিক
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার ফুলছড়ির উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জামিরুল ইসলাম সম্রাট (৩৮) আর নেই। (ইন্নালিল্লাহে … রাজেউন)।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুই সপ্তাহ ধরে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন বলে পরবিার সূত্রে জানা গেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জামিরুল ইসলাম সম্রাট ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত ফয়জার রহমান সরকারের ছেলে। এর আগে সম্রাটের শরীরে গত মাসে ফুসফুসে ক্যানসার ও কিডনি রোগ ধরা পড়ে।
ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল হক জানান, দুই সপ্তাহ আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন সাংবাদিক জামিরুল ইসলাম সম্রাট। এছাড়া গত মাসে তার শরীরে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে।
গত ১০ ডিসেম্বর তাকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্পতিবার সকালে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নেওয়া হয় আইসিইউ-তে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

