ডিবিসি পোর্টাল এ সংবাদ প্রকাশের পর, লাখাইয়ে জলাবদ্ধতা ও পানির নালা বন্ধে তদন্ত শুরু
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি; ডিবিসি পোর্টাল এ সংবাদ প্রকাশের পর, লাখাইয়ে জলাবদ্ধতা ও পানির নালা বন্ধে তদন্ত শুরু, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে চিনামোড়ার রাস্থা ও পানি নিষ্কাশনের নালা বন্ধ এবং জলাবদ্ধতা নিয়ে তদন্তে নামছেন লাখাই উপজেলার সহকারী কমিশনার মাসুদুর রহমান।
এ ব্যপারে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান গত সোমবার (২২ আগষ্ট) সংবাদ প্রকাশিত হওয়ার পর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা মহোদয় এর নির্দেশে সোমবার বিকেলে আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি এবং সংবাদের সত্যতা পাওয়া গিয়েছে।
তিনি আরো জানান যে সব ব্যক্তিরা পানির নালা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছি।
তিনি জানান আমি আমার তদন্ত করে যে সব সমস্যা দেখা দিয়েছে এই মর্মে নির্বাহী মহোদয়ের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করার পর প্রয়োজনীয় ব্যবস্থ নিবেন নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা মহোদয়।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সাথে যোগাযোগ করলে তিনি আমার হবিগঞ্জ প্রতিনিধি কে জানান সহকারী কমিশনার মাসুদুর রহমান কে তদন্ত করে প্রতিবেদন দেওয়া জন্য নির্দেশ দিয়েছি।
সহকারী কমিশনার( ভুমি) এর প্রতিবেদন পাওয়ার পর যদি দেখা ঘটনা সত্য, তা হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং সমস্যার সমাধান এর ব্যবস্থা নেয়া হবে।

