ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কালীগঞ্জে সেমিনার ও পুরস্কার বিতরণ
আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত- এই স্লোগানকে সামনে রেখে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।
ক গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে শিশু মেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সৃজন রায়, দ্বিতীয় হন তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসবিহা আলম এবং তৃতীয় হয়েছে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাইয়িদা আজরা। খ গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা জামান, দ্বিতীয় হন শিশুমেলা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মাইশারা আফরোজ এবং তৃতীয় হয়েছে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান আকবর।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়। সাওরাইদ উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে। পরে বিজয়ী চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা আইসিটি অফিসার উদয় হোসেন মিল্টন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

