জবার মৃত্যুতে কেঁদে বুক ভাসাচ্ছেন নারীরা!
ডিবিসি প্রতিবেদক;
টিভির ধারাবাহিক সিরিয়ালে “কে আপন কে পর” এর জনপ্রিয় মুখ জবা। কখনো সংসারের জন্য লড়তে, আবার কখনো স্বামীর পাশে থেকে সবাইকে উচিত শিক্ষা দেন তিনি।
এমন সর্বকর্মা জবার যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে দর্শকদের কেমন প্রতিক্রিয়া হতে পারে ভেবে দেখুন তো?
সম্প্রতি সিরিয়ালে জবার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তেমনি একটি ভিডিও। মা যখন ওই নাটকে জবার মৃত্যু দেখে কান্না করেন তখন মায়ের কান্নারত অবস্থায় ভিডিও ধারণ করে তার ছেলে।
ভিডিওতে দেখা যায়, টিভিতে নাটক দেখে অঝোরে কাঁদছেন এক নারী। মায়ের এই কান্না দেখে ছেলে মাকে যতই বোঝানোর চেষ্টা করছে, যে এটা সিরিয়াল। কিচ্ছু হয়নি জবার! মা কিছু শোনার পাত্রি নন। তিনি অঝোরে কেঁদেই চলেছেন অনবরত।

