জেলার শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার কালীগঞ্জ উপজেলার শাহাদৎ হোসেন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০১ PM, ০২ জানুয়ারী ২০২১

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

দায়িত্ব ও কর্তব্যের গুণে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার কালীগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন।

শনিবার (২ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে জেলার নাট মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ সমাজসেবা অফিসার হিসেবে মনোনীত করে শাহাদৎ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এস এম আনোয়ারুল কবির ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম।

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার তুলে দেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

এর আগে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি আলোচনা সভায় মিলিত হন।

আপনার মতামত লিখুন :