জাতীয় শিক্ষা সপ্তাহে বাহুবল অনার্স কলেজ”অধ্যক্ষ ও শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৭ PM, ২১ মে ২০২৩

Spread the love
আজিজুল হক সানু, হবিগঞ্জ প্রতিনিধি;
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে হবিগঞ্জের বাহুবল অনার্স কলেজকে শ্রেষ্ঠ প্রতিষ্টান, শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ  শিক্ষার্থীদের শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে।  জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ঘোষণা করা হয়।
এ খবরে বাহুবল সমাজের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক সহ সুশিল সমাজ আনন্দের বন্যা বইছে।
জানা যায়, বাহুবল উপজেলার পশ্চিম দিকে অবস্থিত বাহুবল অনার্স কলেজ। উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব জমর উদ্দিন সাহেবের বিভিন্ন ত্যাগের বিনিময়ে বাহুবল অনার্স কলেজ প্রতিষ্ঠা করা হয় এবং শুরু থেকেই মোঃ আব্দুর রব শাহিন অত্র কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন।
শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন-মোঃ আব্দুর রব, একাদশ শ্রেণিতে বাংলা ও ইংরেজি সহ কবিতা আবৃতি পারভিন আক্তার, বাংলা রচনায় স্নাতক তৃতীয় বর্ষের তানিয়া  সুলতানা রিমু, দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিয়া দেব।

আপনার মতামত লিখুন :