জাতির জনক বঙ্গবন্ধুর আত্মজীবনীর ঐতিহাসিক মহুর্তের চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনী
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নজীবনের বিভিন্ন সময়ের ঐতিহাসিক মহুর্তের ১০০টি চিত্রকর্ম নিয়ে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়মে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদের সভাপতিত্বে এ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার প্রমুখ।

