জমি নিয়ে দ্বন্দ্বে দুই শ্যালকের বিরুদ্ধে দুলাভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধা সদর উপজেলার গিদার ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শ্যালকের লাঠির আঘাতে মোজাহার আলী বেপারী (৬৫) নামে এক ব্যক্তিকে বুধবার সন্ধ্যায় পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর তালুকদার বিষয়টি নিশ্চিত করছেন। নিহত মোজাহার আলী ওই ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, মোজাহার আলী বেপারী তার শ্বশুরের কাছ থেকে ২৫ বছর আগে ২৪ শতক জমি ক্রয় করেছিল। কিন্তু জমি দলিল করার আগেই তার শ্বশুর মারা যান। মোজাহার আলী সেই জমি দুই শ্যালকের কাছে দলিল করে নিতে চায়। কিন্তু তার দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন অনেকবার দলিল করে দেয়ার তারিখ দিলেও পরে আর দেয়নি। সম্প্রতি লুৎফর রহমান ও নবীর হোসেন ঢাকা কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। এসময় মোজাহার আলী দুই শ্যালকের কাছ থেকে জমি দলিল করে চাইলে তারা নানা তালবাহনা করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে দ্রæত উদ্ধার করে গাইবান্ধা জেলারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন।

