জনগণের ভাগ্যোন্নয়নে বড় হাতিয়ার হিসেবে কাজ করছেন সমবায়- মেহের আফরোজ চুমকি এমপি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১১ PM, ০৭ নভেম্বর ২০২০

Spread the love

আহাম্মদ আলী, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি;

সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, কালীগঞ্জ উপজেলায় ৫৩ হাজার নারী-পুরুষ সমবায় সমিতির সাথে সম্পৃক্ত রয়েছেন। জনগণের ভাগ্যোন্নয়নে বড় হাতিয়ার হিসেবে কাজ করছেন সমবায় সমিতিগুলো। এ উপজেলায় ছোট পরিসরে মিল্কভিটা ফ্যাক্টরি করার চিন্তাভাবনা রয়েছে। এলাকার কৃষকরা তাদের গরুর দুধ ফ্যাক্টরিতে বিক্রি করবে। তা প্যাকেটজাত করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মিটানোর জন্য প্রতিদিন তাদের মাঝে দুধের প্যাকেট বিতরণ করা হবে। এর জন্য সমবায় সমিতিগুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারের তরফ থেকে তাদের সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, আমার বাবা শহীদ ময়েজউদ্দিন সমবায় সমিতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। প্রতিবছর সমবায় সমিতি হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কালীগঞ্জ উপজেলা থেকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সমবায় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করে আসছেন। এ বছরও তুমলিয়া সমবায় সমিতি গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। এটা আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিবির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শুক্কুর, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবিন হোসেন ও ক্যাবল সমিতির মো. আরিফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মির্জা ফারজানা শারমিন।

শেষে ২০১৯-২০২০ অর্থবছরে ক্রেডিট পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাঙ্গামাটিয়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মঠবাড়ী ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, চুয়ারিয়াখোলা হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া বিভাগীয় পর্যায়ে বিশেষ অবদান রাখায় বাঙ্গালহাওলা আশার আলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতিকে পুরস্কারে ভূষিত করা হয়।

আপনার মতামত লিখুন :