ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতালে মারা যান তিনি।
নিহত তারেক মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ খাঁ পাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।
উল্লেখ্য, উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ খাঁ পাড়া গ্রামের সবুজ মিয়ার সঙ্গে একই গ্রামের ফারুক ও ছামছুল সহ কয়েক ব্যক্তির দীর্ঘদিন ধরে বাড়ীর জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই একপর্যায়ে ৫ জুন বিরোধপূর্ণ জমিতে বাড়ী নির্মাণকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়।বাকবিতণ্ডার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। মারপিটে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তারেক মিয়াকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তারেক মিয়া।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপরোক্ত ঘটনায় থানায় উভয়পক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

