ছিনতাই হওয়া তিনটি মোটরসাইকেল ১৮দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছিনতাই হওয়া তিনটি মোটরসাইকেল আজও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত বছরের ২৬ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার কাটামোড় থেকে মোটরসাইকেলগুলো ছিনতাই করা হয়। এ ঘটনায় উপজেলার ৫নং সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুমন সরদার (টেলিফোন প্রতীক) থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু অদ্যবধি পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল উদ্ধারে কোন প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, চতুর্থ ধাপে (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সুমন সরদার টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। ওইদিন ভোট গ্রহণ শেষে সুমন সরদার তার কর্মী সমর্থকদের নিয়ে তিনটি মোটরসাইকেলযোগে রাত আনুমানিক ৮টার দিকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার কাটামোড় নামকস্থানে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাকিল আলম বুলবুলের (আনারস) নির্দেশে ২০/২৫ জনের একদল কর্মী সমর্থক, ক্যাডার পূর্বপরিকল্পিতভাবে যোগসাজশে হাতে লাঠি-সোটা, ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট এবং ধারালো অস্ত্র দিয়ে প্রাণ নাশের হুমকি দিলে সুমন সরদার ও তার কর্মী সমর্থকরা জীবন রক্ষায় দৌঁড়ে পালাইয়া গেলে শাকিল আলম বুলবুলের কর্মী সমর্থকরা তাদের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন সুমন সরদার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করে। কিন্তু দীর্ঘ ১৮দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেলগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ উপজেলাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইদুর রহমান অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, আসামী অজ্ঞাত থাকায় অভিযোগের বিষয়ে কোন অগ্রগতি করা যায়নি। তবে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে বলে জানান তিনি।

