চেয়ারম্যানেরা ভাতার কার্ড করে দেয়ার জন্য আপনাদের পেছনে ঘুরবে; শিবলী সাদিক এমপি
লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক বলেছেন, আজ আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন, বিভিন্ন ভাতার কার্ড করে নেওয়ার জন্য চেয়ারম্যানের পেছনে পেছনে ঘুরে বেড়ান। তবে সেই দিন আর বেশি দুরে নয়! যেদিন চেয়ারম্যানেরা ভাতার কার্ড করে দেওয়ার জন্য আপনাদের পেছনে পেছনে ঘুরবে। জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ ভাতা সুবিধা নিশ্চিত করা হবে।
গতকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কামানডোবা ঘাট ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নৌকার উপরে আস্থা রাখুন। আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা জিডিপি’তে চীন, ভারত ও পাকিস্থানের থেকেও অনেক এগিয়ে আছি। আপনারা নৌকায় ভোট দিন। রাস্তা-ঘাট, ব্রীজ-কার্লভার্ট সহ সার্বিক উন্নয়ন আমরা আপনাদেরকে উপহার দিব। করোনাকালে আমার এই চার উপজেলার একজন ব্যক্তিকেও আমি না খেয়ে থাকতে দেইনি। আমি নিজে গিয়ে ৪টি উপজেলার (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর) প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে খাবার পৌঁছিয়ে দিয়েছি। আমার দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির কামানডোবা ঘাটে ৭২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাংসদ শিবলী সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুটু, ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় দুই শতাধিক ব্যক্তিবর্গ।

