চুরি ঠেকাতে রাত জেগে পাহারায় গ্রামবাসী

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫২ AM, ১৪ ডিসেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত দুইমাসে একই গ্রামে ৮টি বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। চুরি ঠেকাতে দলবদ্ধ হয়ে ঘন কুয়াশায় ভিজে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। ১০/১২ জনে ভাগাভাগি করে প্রতিরাতেই গ্রাম ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন তারা।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে হিন্দু পরিবারগুলোতে ঘটেছে চুরির ঘটনা। গত দুইমাসে চৈতন দেবনাথের বাড়ী থেকে সেচ মোটর ও লোহালক্কর, বাপ্পি কর্মকারের বাড়ীতে বিদ্যুৎ সংযোগের তার, হরিপদ কর্মকারের বৈদ্যুতিক ফ্যান, ঘরের জানালার গ্রিল, খোকন কর্মকারের দোকান থেকে লোহালক্কর, জেতেন শীলের বাড়িতে সাপ্লাই পানির মোটর, সঞ্জয় দেবনাথের বাড়ীর মোটর, নিতাই দেবনাথের বাড়ী থেকে লোহার বালা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলামের বাড়ীতে বড় চুরির সুযোগ না পেয়ে খোয়ার থেকে মুরগি চুরি করে। বার বার চুরির ঘটনা ঘটলেও থানায় অভিযোগ না দিয়ে তারা নিজেইরাই রাত জেগে পাহারা বসিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাটামোড়, ফাঁসিতলা, কামারপাড়া, পারগয়ড়া ও অনন্তপুর এলাকা সহ ওই গ্রামের আশপাশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের মাদক বেচা-কেনাসহ মাদক সেবীর উৎপাৎ বৃদ্ধি হয়েছে। ফলে এসব মাদক সেবীরা এই চুরির সঙ্গে জড়িত রয়েছে।

নাম প্রকাশে কয়েকজন গ্রামবাসী জানান, এসব ঘটনা পুলিশকে মৌখিক বলা হয়েছে। কিন্তু কোন প্রতিকার মেলেনি। ফলে নিজেরাই কষ্ট করে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। এভাবে চুরি সংঘটিত হতে থাকলে খেটে খাওয়া পরিবারগুলো নিঃস্ব হয়ে যাওয়ার আশংকা করছেন সচেতন মহল।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিনের জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :