চুরির সরঞ্জাম ও ধারালো ছুরিসহ দুর্ধর্ষ রাজেন আটক
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি;
বাগেরহাটের মোল্লাহাটে গভীররাতে চুরি করতে গিয়ে চুরির সরঞ্জাম ও ধারালো ছুরিসহ হাতেনাতে ধরা পড়েছে দুর্ধর্ষ বাবলু মোল্লা ওরফে রাজেন নামের সুঠাম দেহের এক যুবক।
উপজেলার হাড়িদাহ গ্রামের খ্যাতনামা ফয়েজ হজুরের বাড়িতে তদবীর নিতে আসা রোগিদের মোবাইল, টাকা ও গহনা চুরিকালে শুক্রবার গভীররাতে হাতেনাথে ধরা পড়ার এ ঘটনা ঘটে।
আটক বাবলু মোল্লা ওরফে রাজেন পার্শ্ববর্তী চরকুলিয়া গ্রামের আলাল মোল্লার ছেলে। সে দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই করে আসছিল বলে এলাকাবাসী জানান।
ফয়েজ হুজুর জানান, তার কাছে অনেক দুর-দুরান্ত থেকে অসুস্থ্য গরীব-দুঃখী অসহায় মানুষ তদবীর নিতে আসে। দুরের মানুষ-জন তার নিজের বাড়ি সহ আশ-পাশের মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন। ওই সকল রোগিদের থেকে টাকা ও মোবাইল চুরিকালে স্থানীয়রা ধাওয়া করে ধরে ফেলেন চোর বাবলুকে।
এরপর স্থানীয় চৌকিদারসহ অনেকে উপস্থিত হন। পরে মোল্লাহাট থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। স্থানিয় চৌকিদার/গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান-হুজুর অসহায় মানুষ জনের চিকিৎসার জন্য তদবীর দেন। দুরের অনেকে এসে হুজুরের বাড়ি আশ্রয় নেন চিকিৎসা (তদবীর) নেয়ার জন্য। ওই সকল রোগিদের চেইন, দামী মোবাইল ও টাকা চুরি হয়ে থাকে।
এছাড়া স্থানীয় মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে ১০টি বাই-
সাইকেল চুরি হয়েছে। গত রাতে এ চোর (বাবলু ওরফে রাজেন) হাতেনাতে ধরা পড়ে। এ চোর (রাজেন) কয়েক জনকে (যারা ধরেছে) দেখে নেওয়ার হুমকী দিয়েছে বলেও জানান তিনি।
তিনিসহ এলাকাবাসী এর যথাযথ বিচার দাবী করেন।
বাবলু ওরফে রাজেন বলেন, তিনি চুরি করতে এসে ছিলেন এবং ধারালো ছুরি ও চুরির সরঞ্জাম তার কাছে ছিল। তিনি একা চুরি করতে এসে ছিলেন বলেও দাবী করেন।
বাবলুর পিতা আলাল মোল্লা জানান, তার ছেলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ অনেকবার থাকলেও চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনা এই প্রথম।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর বলেন, এঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

