চুনারুঘাট ব্লাড ফাউন্ডেশনের ২য় বর্ষবরন উদযাপন
মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি; হাসিমুখে রক্তদান-হাসবে রোগী বাচবে প্রান এই শ্লোগান কে সামনে রেখে চুনারুঘাট ব্লাড ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
২৬ আগষ্ট শনিবার উপজেলা হলরুমে উক্ত বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুনারুঘাট ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে ও আসাদুজ্জামান জামান জনির মুগ্ধকর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, এডভোকেট খলিলুর রহমান, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট ইসলামী ব্যাংক আউটলেট ম্যানেজার আবিদ রহমান,চুনারুঘাট সাইনটেক স্বত্বাধিকারী মোহাম্মদ সুমন, ডাঃ বাচ্চু মিয়া মুহরী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে চুনারুঘাট ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬২জন সেচ্ছায় রক্তদানকারী কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় সকল বক্তাগন ব্লাড ফাউন্ডেশন সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন এ সংগঠনটি স্বল্প সময়ে অনেক সুদুর প্রসারী কার্যক্রমে সক্ষম হয়েছে। অনেক অসহায় ও মুমূর্ষু রোগীকে সেচ্ছায় রক্ত দিয়ে মানুষের জীবন বাচিয়েছে। ব্লাড ফাউন্ডেশনের অগ্রগতি অগ্রযাত্রা আরো বহুদূর এগিয়ে যাবে এমন শুভ প্রত্যাশা ব্যক্ত করেন সকল বক্তাগন।

