চুনারুঘাটে নবাগত সহকারী পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
মিজানুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি;
হবিগঞ্জের চুনারুঘাটে নবাগত সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তীর সংগে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে চুনারুঘাটের সকল ইউনিটের সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধায় সভাটি থানা হলরুমে অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত মোহাম্মদ গোলাম মস্তোফা,এস আই অজিত চৌধুরী , এস আই তরিকুল ইসলাম ইমন
চুনারুঘাট ,প্রেস ক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরী, প্রেস ক্লাবের সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্ছু, সহ সভাপতি মহিদচৌধুরী, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান,
সাংবাদিক আঃ হাই প্রিন্স, বাজার ব্যবসায়ী কল্যান সমতির সহ সভাপতি মাসুদ আহমেদ, সাংবাদিক এফ এম খন্দকার মায়া, মিজানুর রহমান উজ্জল, এস আর রুবেল, এস এম সৌকত আলী, মাসুদ আলম সহ আরো অনেকে।

